মানবী


নিশ্ছিদ্র বরফের চাঁই বুকের ওপর চাপিয়ে
অলিখিত যণ্ত্রণার বন্যা বয়ে যায় বুক চিরে।
রক্তাক্ত কাপড়ের সূচি ভেদ করে নেমে আসা ধারার
উল্লাসে কেঁপে ওঠা জনতার ঢল পিছু পিছু এগিয়ে চলে,
দ্রৌপদী বস্ত্র হরণের অসহ্য যণ্ত্রণার পথ পেরিয়ে যায়
শত শত দূর্যোধনের জন্ম হয় প্রতিনিয়ত ঘরে ঘরে
কৃষ্ঞের জন্ম বড়ো সীমিত এ নিরস মাটির বুকে।
দ্রৌপদীর অসহায়তায় কৃষ্ঞের জন্য প্রার্থণা  নয়
দূর্যোধনের মুখোশ ছিঁড়ে ফেলে কেটে ফেলো ঐ হাত
যে হাত প্রতিবাদে উত্তোলিত হয় না, যে হাত
এগিয়ে আসে রক্তাক্ত বস্ত্রকে আরও রক্তাক্ত করতে
চিরে ফেলো সেই বুক যেখানে নিষ্ঠুরতা আছে
সে হৃদয় ছিন্ন ভিন্ন করে পথ মধ্যে শত শত দ্রৌপদীর
পায়ের তলায় পদদলিত করে উল্লাস কর হে মানবী।