মিথ্যের মঞ্জিল


দৌড় দৌড় দৌড়, ছুট দিল সে মাঠে,
মন পুকুরের তালতলার ঐ ঘাটে।
মাঝগগনে দৌড় দিল চিল
মাঠের পারে উড়ন্ত মঞ্জিল,
এক ছিল এক পাগল ঘোড়া সেথা
স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া বৃথা।
আমন ধানের যেই উঠেছে শীষ
মনের দোরে ঢালতে থাকে বিষ।
মন ছিলো না, ছিলো বালিয়াড়ি
ঝড়ের গুঁতোয় দিতে থাকে বাড়ি।
মন ভাঙ্গেনা ভাঙ্গে ভাতের হাঁড়ি,
লাল কাপড়ে বাঁধলে কেন বাড়ি!
মিথ্যেতেই আজ যুগের অগ্রগতি
সত্যি গুলোর কাঁথায় অগ্নাহুতি!