মুক্তি খোঁজে বৃষ্টি


কালবৈশাখি, শুধু তোমায় খোঁজে বৃষ্টি,
এখনও তোমার বুকে মুক্তি খোঁজে বৃষ্টি।
সঁপে দিয়ে যায় নিজেকে তোমার পুরুষ্ঠ বুকে,
ঝরে অঝোর ধারায় কান্না হয়ে; তোমার
তান্ডব লীলায় উদ্দাম, উত্তপ্ত প্রকৃতিকে
শীতল করবে বলে ।প্রকৃতি শান্ত, শীতল হল।
শান্ত, স্নিগ্ধ, শীতল তুমি তখন,দূর দূরান্তরে;
মাঠে ঘাটে,নদ নদীতে বনান্তরে, দূরে দূরে
আরও দূরে তেপান্তরে, শান্ত তুমি তখন।
কালবৈশাখি, বৃষ্টি তখনও শুধু তোমায় খোঁজে
তোমার উদ্দামতায় ভরা পুরুষ্ঠ, সুঠাম বুকে
তোমার দৃঢ় বাহুতে তোমার আলিঙ্গনে তখনো
মুক্তি খোঁজে বৃষ্টি তোমার আঁখিতে চেয়ে চেয়ে।।