সমব্যথী


কান পেতে শোনো ওই উদাত্ত আহ্বান
ভাঙো শৃঙ্খল ভাঙো ,বিষবাষ্পে যাদের
ঢেকে গেছে প্রাণ,তাদের গহ্বর হতে মুক্তি
দেবার ত্রাণ, খোঁজো সৈনিক খোঁজো
পাথরে পাথরে নদীতে জঙ্গলে বরফের চূড়ায়।


কোথায় তারা!যারা পাশে আছি বলে দাবি করে!
কোথা সেই মহামানবের দল,পারবে কি তারা
হাতে হাত রেখে লড়তে, পারবে কি তারা?
নিজের অন্ন ক্ষুধাতুর মানুষের মুখে তুলে দিতে!


একবার পারবে কি তুমি নিজের জায়গা ছাড়তে
পারবে কি ওই ভিখারীর সাথে অন্ন ভাগ করে খেতে!
ডাস্টবিনে ফেলে দেওয়া পচা উচ্ছিষ্ট খাবার
খুঁটে খাওয়া মানুষের মুখে তুলে দাও যদি
নিজের মুখের দামি অন্ন, ভাগে কম পড়বে তোমার
হে মহা মানব!


যদি ঘৃণায় তোমার গা গুলিয়ে না ওঠে,
তবে পথে পড়ে থাকা ওই গৃহহীন নোংরা
ঘেয়ো পাগলের সাথে পিঠে পিঠ রেখে বসতে?
পারবে কি তার হাত দুটো তোমার বুকে চেপে ধরে
অজানা ব্যথার শব্দ গুলো এক এক করে মুছে দিতে!