আমার উল্টো পৃথিবী,
আমারই ছন্দে আমার আঙনে আঁকা
জীবনের ছবি একেবারে ফাঁকা ফাঁকা
পথ তার আঁকাবাঁকা
সে পথে চলার ছন্দে জাগানো কবি
এঁকে যায় শুধু জীবনের নানা ছবি।
রঙগুলো ভুলে মাখা
সে রঙ লাগাতে কেটে গেলো সারা বেলা
হলো শুধু ক্যানভাসে, রঙের হেলা ফেলা
কেটে গেল কতো বেলা
পাখা মেলে পাখি উড়তে চেয়েছে মেলা
ঘুড়ির সুতোয় পাখালির আলবেলা
আমার উল্টো পৃথিবী
শুধুই ভুলেতে ভরা, যায় নাকো তাকে ধরা
শুধু ঝরে পড়ে মিথ্যে স্বপ্ন রাজপ্রাসাদের কড়া
বন্ধ দূয়ার খোলার
শুধু চাবি খুঁজে ফেরা অন্ধকারের দেরাজ
জানিনা কোথায় রাখা ঐ জীবনের শত রাজ।