ভোরের আলো না হয় ঘুমেই কাটুক
স্বপ্নজাল বুনি আমি রাতের তন্দ্রাঘোরে,
সেদিন রেল পথ আমাকে বলেছে, আজ তুমি আসনি?
আমার জবাব দিইনি, পারিনি।


এই শহরের প্রতিটি বস্তু জানে তোমার অস্তিত্ব
, শতকোটি বছর আগে আমি ছিলাম, তোমার কমল হাতের উষ্ণতায়। সেদিন সকালটা ঘুমোট ছিলো, হয়তো সেও তোমারই অপেক্ষায়।


আজকের ঘুমন্ত মন আবার খুঁজে, তোমার স্নিগ্ধ হাসির ঢেউয়ে ভাসতে। আজ বৃষ্টি ভালো লাগে না আর,
ভালো লাগে না, তোমায় ভালোবাসতে।