উড়ো  চিঠি ,  উড়ো  আবেশ
উড়ো  পাগল মন ,
অস্তিত্ত্বের  সাথে  খুনসুটি
করছে  সারাক্ষন।


এই মনেহয়-- তার অনুপস্থিতিতে
প্রানটা বুঝি গেল ,
সামনে এসে হাত বাড়ালে
ইচ্ছে  এলোমেলো ।


ইচ্ছে  ডানা  মনকে  ধরে ,
মন -  সপ্ন  সরণী ,
সরণী ডোবে অশ্রুজলে
বয়ে  চলে  দেহ - তরণী ,


ভাঙা  বৈঠায়  দেহ - তরণী
ভাসে - ডোবে  প্রতি  জোয়ারে ,
অভিন্ন - হৃদয়  ভাঙা  তরণীতে
ভাসে - ডোবে  আর  মরে ।


মাথার  সাথে  হৃদয়  বিরোধ
চলছে  অনুক্ষণ ,
আমিও কি ফসি্ল  হব
এই কি বিবর্তন ? ?