একটা আত্মা দেখলাম ঘুরছে ফিরছে চেনা চত্বরে,
আরেকটি আত্মা মিলিয়ে গেল সাথে,
কাকে খুঁজি রোজ দিন
এই সব হারানোর মঞ্চে?
এইসব নাগরিক সন্ধ্যায় সব আলোর ভীষণ অন্ধকারে,
নান্দনিক শব্দ আর শিল্পের ভিড়ে;
সমস্ত কোলাহল একদিন আমাকে হত্যা করে ফেলে,
আমি চিরচেনা পথচলি ভোর হলেই।
অথচ মধ্যরাতে শহরজুড়ে প্রচারিত হয় আমার মৃত্যুর খবর;
সেসব খবর শুনতে পাই,
আর দেখি
ঘুরছে সেইসব সংবাদ পাঠক
যারা বলেছিল 'এরপর আর কিছু নেই'
ঘুরছে আমার সাথে,
এইসব চেনা চত্বরে,
আমাদের এই অর্ধমৃত জগতে।