ঈশ্বরচন্দ্র গুপ্ত

Ishwar Chandra Gupta

ঈশ্বরচন্দ্র গুপ্ত
জন্ম তারিখ ৬ মার্চ ১৮১২
জন্মস্থান নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু ২৩ জানুয়ারী ১৮৫৯

ঈশ্বরচন্দ্র গুপ্ত (Ishwar Chandra Gupta) ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৮১২ সালে বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায়। তাঁর পিতা হরিনারায়ণ দাশগুপ্ত এবং মাতা শ্রীমতি দেবী। তিনি 'সংবাদ প্রভাকর'-এর সম্পাদক ছিলেন। তাঁর হাত ধরেই মধ্যযুগের গণ্ডি পেরিয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে রূপ পেয়েছিলো। তিনি 'গুপ্ত কবি' নামে বেশি পরিচিত ছিলেন। এছাড়াও তাঁর ছদ্মনাম ছিল 'ভ্রমণকারী বন্ধু'। তাঁর পরবর্তী সাহিত্যিকরা তাকে 'গুরু'পদে বরণ করেছিলেন। তিনি বহুবিধ পত্র-পত্রিকার সম্পাদনা করেছেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং কবিগান বাঁধতেন। ১৮৫৯ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।


এখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত-এর ১২টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
কে ৪০
তপসে মাছ ১৫
মানুষ কে? ১৫
মাতৃভাষা
কৌলীন্য
গুনের আদর
ভারতের ভাগ্য-বিপ্লব
বাক্য অপেক্ষা কার্য্য ভাল
কবি
ঋতু
নিদ্রাকালে শঠ উপকারী
আচার ভ্রংশ

Bengali poetry (Bangla Kobita) profile of Ishwar Chandra Gupta. Find 12 poems of Ishwar Chandra Gupta on this page.