ভাইরাসেরা হলুদ চোখে বাড়িয়ে আছে চোখ
ধুলোবালি জড়িয়ে ধরে পঙক্তিমালার ঝোলা
ডিলিট বাটন চেয়ে চেয়ে গিলছে লোভে ঢোক
মাউস বলে কী কাজে আর নতুন নথি খোলা!


পিছিয়ে যখন ছিলাম পথে আসতো কানে ডাক
এগিয়ে চলো আমরা আছি জোরসে বেঁধে মন
লক্ষ্য ছোঁবো দেখে সবাই বাড়িয়ে তোলে ফাঁক
আজব দেশের জবর মানুষ-- ঈর্ষাপরায়ণ!


আমি যেন সতেজ বানর উঠছি বেয়ে গাছ
একটু দূরে ঝুলছে ডালে ডাগর দুটি আম,
বন্ধুরা সব ধরছে চেপে লেজের ওপর হাত
খোদা তুমি করলে বাঙাল, আর পেলে না কাম?