পুণ্যকাজে তাল-বাহানা আর যা আছে  চলছে ঠিক,
জগৎ সুখে, ভোগের মোহে, বিশ্বাসীরাই হারায় দিক৷
নামায, রোজা, মানবসেবা শুনলে সবে দূর পালায়!
পরের মালে প্রাসাদ গড়ে— বসবাসের  সুযোগ চায়৷


অনেক শিশু খিদায় মরে এইদেশে নেই দেখার লোক,
ধর্মপ্রেমিক  মুখেই শুধু, ওদের ব্যথায়  পায় না শোক!
বয়স্ক-লোক পায় না খেতে, ভাবার মতো নেই  সময়,
কী লাভ হবে ধর্ম দিয়ে, আমরা তো ঠিক  মানুষ নয়!


নিজেরা আজ দেশের শাসক, শোষণ তবু নিত্য হয়!
সত্যকথা বুক ফুলিয়ে, যায় না বলা, প্রাণের ভয়৷
সুদ ও ঘুষে  উদর ভরা, নয় এখানে অপরাধ,
টপ-টু-বটাম দুর্নীতিবাজ, মন্দকাজে দারুণ স্বাদ৷


বঙ্গদেশে জোরের খেলা, রয়েছে তার নানান রূপ,
পেশির জোরে, টাকার জোরে দুর্বলেরে রাখে চুপ!
উচ্চপদে আছেন যারা, ভীষণ ভাবে খাটান জোর,
পদের বলে ভয় জাগিয়ে দেখিয়ে দেন রাতকে ভোর৷


০৭/১০/২০২১ ইং