বসন্ত এলো বলে—
                   কুঁড়ি ও ফুলের এত উল্লাস,
      পাখিদের নানা কলরব;
                         মৌমাছি করে গুনগুন৷


বসন্ত এলো বলে—
                  পদ্মরা পাপড়ি দিলো মেলে,
     নদীতে উঠেছে ঢেউ;
                    উড়ে উড়ে যায় প্রজাপতি৷


বসন্ত এলো বলে—
                       মৃগ-মৃগী নাচে উচ্ছ্বাসে,
      ষোড়শীর গায়ে শিহরণ;
                          স্পর্শতে স্বর্গের সুখ!


বসন্ত এলো বলে—
                      কিশোরের মৈথুনে সুখ,
      স্খলনের তীব্র কামনা;
                     ভেঙে দেয় ধৈর্যের বাঁধ!


বসন্ত এলো বলে—
                   অম্রমুকুল ছড়িয়েছে ডানা,
    মৃদু-বায়ু করে যায় গান;
                  বিরহের প্রাণে বাড়ে জ্বালা৷
                
রচনাকাল— ১৯/০২/২০২২ খ্রিষ্টাব্দ৷