বঙ্গভাষা, অঙ্গেমাখা, স্বপ্ন বুনে রই,
নিত্য লিখি শান্তমনে কব্যকথা সই;
দৃশ্যে ভাসে বঙ্গভূমি,
বিশ্বমাঝে শ্রেষ্ঠ তুমি,
মিষ্টি সুরে কণ্ঠ খুলে গল্প সবি কই ৷


বঙ্গদেশে, রঙ্গে হাঁটি, দ্বন্দ্বভোলা প্রাণ,
মুক্তজাতি চিত্তে খাঁটি পুষ্পে শুঁকি ঘ্রাণ;
বৃষ্টি ঝরে সৃষ্টি হাসে,
দৃষ্টি পড়ে দূর্বাঘাসে,
মন্দ নাশি দণ্ড দিয়ে, সত্যে খুঁজি ত্রাণ ৷


রচনাকাল— ১০, ০২, ২০২১ খ্রিষ্টাব্দ