কষ্ট যখন বাঁধে এসে বাসা,   দূর চলে যায় মনের সকল আশা,
ঝড় বয়ে যায় জীবন-নদীর বুকে, হৃদয়-মাঝি মরে ধুঁকে ধুঁকে,
বিশ্ব জুড়ে আলোর চলে খেলা,  সর্বহারার আঁধার ঘেরা বেলা,
সুখের নীড়ে ভাঙন যখন ধরে—   সবল দেহ অচল হয়ে পড়ে,
অভাব এসে স্বভাবে দেয় হানা, এই কথাটি সবার আছে জানা,
ব্যতিক্রমী মানুষ অনেক ভবে, মন্দ কাজে এমনিতে সে রবে,
দুঃখ-সুখে, ধৈর্য নিয়ে চলে,   সত্যিকারের মানুষ তাদের বলে,
মানবমূলে একটু জলের বিন্দু, তারি মধ্যে লুকিয়ে থাকে সিন্ধু৷


রচনাকাল— ০২, ০৬, ২০২১ ঈসায়ী৷