কষ্টের সিংহাসনে— শূন্যে ঘর বেঁধে শান্তির অন্বেষণ,
বিশ্ব-বৈচিত্রে মিশে হারিয়ে গছে অভিমানী এই মন;
সময়ের চাকায় পিষ্ট হয়ে— ধ্বংস হলো কতো জন!
সমস্ত বাস্তবতা দেখে, না দেখার ভান, কাটছে জীবন ৷


অতীতের পৃথিবী বার বার সাক্ষী দেয়, এড়িয়ে যাই,
অন্ধকারে অতল গহ্বরে ডুবে থাকি, মরণের ভয় নাই;
স্রষ্টা মানি, মুখের কথা, নিয়ত তাঁর বিরুদ্ধে দাঁড়াই!
জগতের দণ্ড তুলে নিলে আমরা হয়ে পড়ি ভণ্ড সবাই ৷


রচনাকাল:— ০৩, ০৫, ২০২১