সময়ের স্রোতে হারিয়ে যায় জীবনের অনেক কিছু,
তবু থেকে যায় অতীতের বহু স্মৃতি, ছাড়ে না পিছু;
মান-অভিমান ভুলে হাত বাড়ানো বড় কঠিন কাজ!
অপবাদের কালিমা  মনের গভীরে তুলে খুব লাজ৷


ভালোবাসা অসার এক চাওয়া, ব্যথার মালা পরা,
অযাচিত ভাবনাকে পাশে টেনে প্রাণ রেখেও মরা;
নিদারুণ ধরণির 'পরে আমার বিকৃত-অকৃত্রিম-সাধ!
ঝরে পড়ে করুণ সুরের গান হয়ে, অবেহেলার খাদ!


পুষ্পের ঘ্রাণ নিতে গিয়ে ঢুকে নাসিকার ছিদ্রে পোকা,
উপহাস করে আগামীর জাগরণী বলে, ওরে বোকা—
মরীচিকা আর আলো ভেবে আলেয়ার খেলে ধোঁকা!
দেখেছো কি বিজয়ী হয়েছ তোমার মতো একরোখা?


রচনাকাল— ২০১৯