সুবেহ-সাদিকে ঘুম ভেঙে গেলো
মুয়াজ্জিনের সুরে,
সুমধুর সুরে— ডাকছে সবারে
এসো কল্যাণপুরে!


পুলকিত হৃদে, ছুটে চলো সবে
প্রতিপালকের ঘরে;
নত করে শির—  করো প্রার্থনা
আসামির বেশ ধরে ৷


ভোগের শরীর টেনে তুলে চলো
প্রেমের শক্তি দিয়ে,
নিষ্ঠার সাথে জপো তাঁর নাম
পূত-অন্তর নিয়ে ৷


অতীতদিনের সকল পাপের
চাইবো আমরা ক্ষমা,
বলবো মাবুদ মাফ করে দাও
রেখো না এগুলো জমা ৷


রচনাকাল— ২০১৯ ইং