ধোঁয়াশার কুণ্ডলীতে কাটানো তিনটি রাত—
নগ্নতার অন্ধকারে হারিয়ে যাওয়া বিবেক,
অবশেষে সুবোধের উন্মেষণ ঘটলো মনে ৷


নোংরামীতে নেই ধর্মের কোনো তোয়াক্কা,
জাত-বেজাতেরও বাধা নেই, সবি সমান;
নেই লিঙ্গের ভেদ! উন্মাদনায় মত্ত সবাই ৷


পশুত্বকে হার মানিয়েছে মানব সন্তানেরা!
ভদ্রতা ও রুচিশীলতা যা, তা শুধু বাহিরে,
ভেতরে শয়তানের সাথে হায়েনাও আছে ৷


তবে আমাদের ভারত উপমহাদেশ ভিন্ন—
অন্যদের চরিত্র গোপনের মাত্রা বেশ অল্প,
এ কাজে এগিয় আমরা নামে মুসলিমরা !


আরবে, আজমে মুসলমানদের চিত্র একই,
গোপনে সকল কুকর্ম সারে, প্রকাশ্যে সাধু!
মুসলিম শাসকেরা গদি রাখতে সবই পারে ৷


রচনাকাল— ২৭,০৪,২০২১ ঈসায়ী