গ্রামের পথে গাছের সারি শীতল-ছায়া পড়ে,
চাষার মেয়ে গজল গেয়ে কেয়ার পাটি গড়ে;
মাঠের মাঝে ধানের চারা  বায়ুর তালে নড়ে,
দামাল ছেলে বাজায় বাঁশি নতুন ডিঙা চড়ে ৷        


নদীর জলে মাছের খেলা চিলের উড়াউড়ি,
রাখাল-রাজা টানেন গাঁজা মারেন জুরে তুড়ি;
ভাবের সাধু নারীর মধু খোঁজেন ছুঁড়ে নুড়ি!
কিশোর-দলে মনের সুখে উড়ায় বসে ঘুড়ি ৷


রাতের বেলা চাঁদের আলো জাগায় মনে প্রীতি,
গ্রামের লোকে গভীর প্রেমে শুনেন বসে গীতি,
সহজ ভাবে সরল পথে রাখেন ধরে নীতি;
মূলের টানে থাকেন সবে হারায় না যে স্মৃতি ৷


রচনাকাল— ০২/১০/২০২১ ইং