সাদা রঙের হাসনাহেনা, পিরিত কালোর সনে,
সূর্যালোকে গন্ধকে তার পেয়েছো কোন্ জনে?
সন্ধ্যা হলে সুবাস ছড়ায়, রাত-গভীরে বাড়ে,
পূর্বাকাশে ওঠলে রবি ঘ্রাণ যে কোথায় হারে!


গ্রীষ্ম কিবা  বর্ষাকালে গন্ধরাজের মেলা,
অন্যসময় বন্যসম, জমে না তার খেলা৷
হলুদ, সাদা রঙের বাহার, গন্ধে বড় সেরা,
বছর জুড়ে জবা ঝুলে, ফুল যাবে না ছেঁড়া৷


শখের গোলাপ কাঁটায় ভরা হরেক রঙের সাজে,
প্রিয়ার গা'য়ে মারলে ছুঁড়ে মুখ ঢেকে নেন লাজে!
দিবস-রাতে সমান সুবাস, নেই তুলনা ভবে,
বিশ্বমাঝে পুষ্পরানি; ভালোবাসেন সবে৷


জুঁই, চামেলি, পদ্ম, বেলি, নানান ফুলের কলি,
কাকে রেখে, কার কথা ভাই তোমাদেরে বলি!
পলাশ, বকুল, শিমুল, পারুল, হিজল, জারুল ফুলে—
চারপাশেতে ছড়ায় শোভা; রই কী করে ভুলে?


সূর্যমুখী, নিত্য ছুটে— সূর্যকরের পিছু,
কাশফুলেরা ঘাসফুলেরা নয় কিন্তু নীচু৷
বিলের জলে শাপলা হাসে, খোকায় হাসে ঘরে,
সন্ধ্যাবেলা শিউলি ফোটে, প্রভাতে যায় ঝরে৷


রচনাকাল— ১৫/০৭/২০২১ ইং
বড়ফেছি, জগন্নাথপুর, সুনামগণ্ড, সিলেট৷