হে বঙ্গভাণ্ডার তুমি পূর্ণ অত্যাচারে,
এসব লইয়া চলো গর্ব সহকারে!
নীতি নেই, ধর্ম নেই, নেই ভালো লোক,
তেলবাজ দেখে পাই চিত্তে বড় শোক ৷


হে বঙ্গভাণ্ডার তুমি পূর্ণ চাটুকারে,
এমন মানব আর কে দেখাতে পারে!
তোমার ভাণ্ডার ভরা সর্বভোগী-দলে!
ছিন্নভিন্ন করে শান্তি নানান কৌশলে ৷


তোমার বিবিধ রত্ন বিশ্ব দেখে হাসে,
দুর্নীতির ফর্দ বাড়ে চাপ নেই ঘাড়ে!
শাসকেরা স্বর্গ গড়ে, আমলারা পাশে ৷


আনন্দে হারিয়ে গেছো ফ্যাসিবাদী পথে,
বিরুদ্ধে তুলিলে শির শেষ করো তারে!
হে বঙ্গভাণ্ডার তুমি টানো উল্টো রথে ৷


রচনাকাল— ১৫,০৩,২০২১ ঈসায়ী