নিজের লাভে দেশটা বেচি, আমরা জাতে বাঙালি,
বিশ্ব-সভায় নেই কোনো দাম, সবাই বলে কাঙালি৷
অলস দেহের আরাম খুঁজে হারাম-হালাল সব সারি,
সুখের আশায় পাগল হয়ে লোকের মালে হাত মারি৷


খারাপ তবু মুখোশ পরে সভ্য মানব রই সেজে,
মনের মাঝে ময়লা ভরা, সাধুর স্লোগান গাই তেজে৷
বঙ্গবাসী, লাগাই ফাঁসি, পরের গলায় খুব হেসে,
কালের চক্রে বক্রপথে আটকে কাঁদি দিন শেষে৷


কথায় বড় কর্মে ছোট লম্ফ দিয়ে রোজ হাঁটি,
বিদেশিদের পণ্য হয়ে অল্প লাভে বেশ খাটি৷
তাসের ঘরে বসত করি আমরা হলাম বাঙালি,
বুকে হিংসা মুখে পিরিত নগদ পেতে কাঙালি৷


রচনাকাল— ২০, ০৫, ২০২১ ঈসায়ী