বৃত্ত:— মাত্রাক্ষরিক
কাঠামো:— মজনুআহাদী প্রবর্তিত ত্রয়ী


কারো আছে মদে নেশা কারো আছে প্রেমে,
কারো আছে মনে জ্বালা কারো মনে সুখ,
এ পৃথিবী বড়ো মায়া পাপ-নেকি মেলা!
কারো আছে গানে শখ কারো জুয়াখেলা;
কারো ভাই প্রভু-ভয়ে কেঁদে উঠে বুক,
যতো লোক ততো চাওয়া নেই কিছু থেমে৷


আমি নই দুধে ধোয়া ডুবে আছি পাপে,
অলস কাটাই বেলা রঙ-ঢঙ লেখে,
আশেপাশে করে লোক সুখে বসবাস,
আমার কপালে জুটে শুধু উপহাস!
আবেগের বশে কভু যাই আমি বেঁকে,
সইতে পারি না ব্যথা, ক্রোধ এসে ঝাঁপে৷


ক্ষণিকের পৃথিবীতে শুধু হাহাকার!
মানব পশুর মতো হলো বুঝি আজ!
ভালোবাসা গ্রাস করে শনির ছায়ায়,
পিতা-মাতা ভাবে বোঝা বয়স হওয়ায়!
খুন, লুট, অবিচারে ভরেছে সমাজ,
ব্যভিচারে ঘৃণা নেই আজব ব্যাপার৷


রচনাকাল— ০২/০৭/১৯, ০১:৫০