মধুমাসে নানা ফল গাছে ঝুলে আছে,
আম, জাম, কলা, লিচু খেতে ভালো লাগে,
কাঁঠালের আঠা যায় লেগে দাড়ি-গোঁফে,
বাউকুল, কাউফল কতো ফল ঝোপে,
লেবু আর আনারসে মনে সুখ জাগে,
তেতুলের নাম শুনে টকে জিভ নাচে ৷


পেয়ারার বিচিগুলো ভাঙে সুর করে,
বুবি খেতে লোভী প্রাণ, চেরী মিলে দেশে,
আখরসে বারোমাস রোগ-ব্যাধি দূরে,
বাতাবিতে মজা বেশ মধুমাস ঘুরে,
পেঁপে, আতা, কটবেল খাই হেসে হেসে,
নারিকেলে হয় তেল, সারা সন ধরে ৷


রচনাকাল:—
স্থান:— বড় ফেছি, জগন্নাথপুর, সুনামগঞ্জ
তারিখ:— ১২/০৬/১৯
সময়:— রাত ০১:২৫