সময়ের স্রোত, ভাসিয়ে নিয়েছে  তোমার সকল স্মৃতি,
জীবনের স্বপ্ন থেকে হায়িয়ে গিয়েছো নেই আর প্রীতি৷
   পৃথিবীর পথে  সর্বহারা হয়ে   একা একা পথ চলি,
   জ্ঞানশূন্য এই প্রাণ, হতাশার রাজ্য, সুখ পদে দলি৷
  যৌবনের গান ভুলে বার্ধক্যের সুর তুলে পিছে হাঁটি,
  অশান্তির সীমানায় অন্ধকার এসে বানিয়েছে ঘাঁটি৷
  নৈতিক পতন চূড়ান্ত হয়েছে, অসুরেরা লজ্জা পায়,
   বিপর্যয়  রোধ করা   অসম্ভব,   তবু মন সেটা চায়৷
মরীচিকা আশা জাগিয়ে ছলনা করে,  আনন্দ বিলোপ,
আলেয়াতে নূতনের ধ্বংস, মৈথুন-পিপাসা নাড়ে গোঁফ৷


রচনাকাল— ১৮/০২/২০২২ খ্রিষ্টাব্দ৷