অন্ধকার অলি-গলিতে ঘুরে ঘুরে—  আমাদের সময় কাটছে,
গায়ে সুগন্ধি, অন্তরে ময়লা, এই হলো পরিচয় আজ বিশ্বে!
ভোগের রাজ্যে সর্বদা বিচরণ করে, চরম সত্যভোলা জাতি,
সর্বত্র মার খেয়ে মরছি, পাপ আর শয়তান আমাদের সাথী;
চরিত্রে পবিত্রতা নেই, নেই স্রষ্টার ভীতি, শুধু সুখ ই ভাসে দৃশ্যে!
শত বিভেদে বিচ্ছিন্ন হয়ে  আমাদের এই উম্মাহ ধ্বংসের পথে হাঁটছে৷


রচনাকাল— ১৩, ০৫, ২০২১ ঈসায়ী৷