পুণ্যপথে চলা ভীষণ কঠিন,
ধন্য তারা পুণ্য-কাজে থাকে রাত্র-দিন!
মনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয় ভবে,
পাপমুক্ত মানুষগুলো;  শ্রদ্ধা করি সবে৷
          কোমল-হৃদে দয়ার সীমা নাই,
আমরা পাপী, ভোগ-বিলাসী তাই;
চিনা জগৎ লাগে বড়ই অচিন!
সময় গিয়ে বাড়ছে শুধু ঋণ৷


ভবের হাটে নানা রকম ধোঁকা,
                তার পিছনে আমরা ছুটি সুখে!
                জলের খোঁজে ঘুরি মরুর বুকে—
রবির আলো বানিয়ে দেয় বোকা,
মরীচিকায় ধাঁধায় পড়ে, জীবন-লীলা শেষ!
        নোংরা কাজে মন মজিয়ে রই,
কর্ম করি ধর্ম ছেড়ে মুখে ফুটাই খই;
জীবন নিয়ে ছলচাতুরী, পাক ধরেছে কেশ৷


রচনাকাল— ১৩/০৯/২০২১ ইং