এ বিশ্ব আজ বড় সংকীর্ণ, আমাদের মুসলিম জাতির জন্য!
অকাতরে আমারের প্রাণ ঝরছে, আমরা যে খুব সস্তা পণ্য!


আরবে, আজমে, ঘটা করে সর্বত্র চলছে আমাদের নিধন,
সর্বহারা বিভক্ত জাতি আমরা, মার খেয়ে মরার করেছি পণ!


বীরের জাতি খুঁজি নিরাপদ নীড়, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে,
স্রষ্টা বাঁচাও, নীরবে ডেকে যাই— রিক্ত দু'টি হাত বাড়িয়ে!


ইরাক, আফগান, ভারত, বসনিয়া শেষ, এখন তা ফিলিস্তিনে!
পাখির মতো পরম সুখে শিকার চলছে আমাদের রাত্রি ও দিনে৷


আমরা তবু ঘুমন্ত আছি, গড়ি না ঐক্য, থাকি সত্য থেকে দূরে!
আমাদের গৌরবোজ্জ্বল অতীত কেঁদে ফিরে করুণ সুরে৷


রচনাকাল— ১২, ০৫, ২০২১ ঈসায়ী৷