ঝরে পড়ে শবনম প্রেম এলো বলে,
প্রেয়সীর ভালোবাসা, মন নিলো ছলে!
অপরূপ রূপ তার ধরণির 'পরে,
পরশের মোহ জাগে, তনু নড়েচড়ে৷


গোলাপের পাপড়িতে লাগে শবনম,
জ্বলে ওঠে যৌবন, থেমে আসে দম!
দূর্বাতে জমা হয়ে ছুঁয়ে যায় পা'য়,
শিহরন লেগে থাকে যেনো সারা গা'য়৷


আকাশের নীলসীমা, শবনম ঢাকে,
নদী ধরে মেঘরূপ, চলে নানা বাঁকে!
হিম বায়ু ঝিমঝিম, পাখি করে গান,
শিশুদের কোলাহল, কেড়ে নেয় প্রাণ৷


মৌমাছি, নাচানাচি আর উড়াউড়ি,
ফুল খুঁজে মধু আনা তাই ঘোরাঘুরি৷
শবনম হীরাসম ঝরে ঝরে পড়ে,
চুপচাপ বসে থাকি আনমনে ঘরে৷


রচনাকাল—৩১,০৫,২০২১ ঈসায়ী