যৌবনের উত্তাল-সমুদ্র বিশাল সুনামি হয়ে আঘাত করে দুর্বলদেহ-তটে,
নীল আকাশের শূন্যতা, ধূসর দেহের পাঁজরে ঢেলে দেয় কামনার বীজ৷
স্বর্ণ-কমল ছুঁয়ে যায় তপ্ত-হৃদের রক্ত সঞ্চালনের প্রতিটি শিরা, উপশিরা,
স্নিগ্ধ-জলের প্রলেপ বৃদ্ধি করে উষ্ণতার চরমসীমা, যেন অশ্বের লম্ফ!


অগ্নিহীন দহনে আত্মার ঝলসে যাওয়া  প্রতিনিয়ত চলে এ বিশ্বলোকে,
নীতিবাক্য স্মৃতি থেকে লীন হয়ে ঠাঁই নেয় রতিহারাদের ভাঙা-কুটিরে৷
জীবনের পরম সার্থকতা বাসা বাঁধে মিলনের মোহনায় গা ভাসিয়ে—
আনন্দ ও সুখে মন ও দেহ হারিয়ে যায় স্বর্গের উদ্যানে মর্ত্যে থেকেও!


অতৃপ্ত কামনা,  ক্ষণে ক্ষণে  হানা দেয়,  মৈথুন-লীলাতে মহাকাব্য রচনে,
আকাঙ্ক্ষার কলি ঝরে পড়ে  ফুল হয়ে ফোটার পূর্বে-ই জমে না বাসর!
শ্রমিক মৌমাছির মতো  খেটে যাওয়া  অসংখ্য প্রাণেরা পায় না ফসল—
অসময়ে, অপাত্রে, অপোক্ত বীজ, অনুর্বর রসহীন মাঠে চাষের কারণে৷


রচনাকাল— ২৪/০৯/২০২১ ইং