আধুনিকতার নামে, সত্য থেকে দূরে গেলই ঘটে পতন,
সভ্যতার নামে নোংরামী ও চরিত্রহীনতাকে চলে যতন৷


এই গ্রহের বাসিন্দারা তারা আর মানুষ নয়, এখন দৈত্য,
কু-কর্মের প্রতিযোগিতা, একে অন্যের সাথে, খেয়ে পথ্য৷


এখানে ধর্মকে ভাবা হয় গোঁড়ামি, নিজেই নিজের স্বামী,
জোর যার মুলুকও তার, বস্তুবাদীরা হয়েছে ভীষণ দামি৷


বিবর্তনের দোহাই দিয়ে স্রষ্টাকে পাঠানো হয় নির্বাসনে,
ক্ষমতার বড়ো দাপট, অত্যাচারীরা বসেছে সিংহাসনে৷


ক্ষীণদেহ বিশ্বাস পুঁজি, কিছু লোক— সত্যের পথে ধায়,
অপরাজিত শক্তিরা বেড়ি বেঁধে দিতে চায় তাদের পায়৷


রচনাকাল— ২৬, ০৫, ২০২১ ঈসায়ী৷