উত্থিত অঙ্গ  নেতিয়ে পড়ে  নিষ্পেষিত মানবের আর্তনাদে,
তাই স্থাপন করা হলো না মিলন-বাসর এই বিশ্ব চরাচরে;
মানুষরূপী দানবদের আক্রমণ, শ্যামল ভূমিতে রক্তের স্রোত!
অর্ধশত বছর হলো নিজেরা দেশ চালাই, তবু অধীনতার দাস!
ডাচ নেই, পর্তুগিজ নেই, নেই ইংরেজ, পাকিস্তানীরাও পালিয়েছে,
আমরা স্বাধীন, কিন্তু আমাদের স্বাধীনতা আজ কোথায় লুকিয়ে?


আমাদে পূর্বপুরুষদের আহাজারি ছিলো মুক্ত হবো, স্বাধীন হবো,
কিন্তু স্বাধীনতার পর কি হবে তা হয় তো তাঁদের চিন্তা ছিলো না;
আমরা স্বাধীন বটে, তবে দুর্নীতি আর অপরাধে আচ্ছাদিত আছি,
শাসন নাকি শোষণ, স্বজাতি না বিজাতির কবলে বুঝতে পারি না!


রচনাকাল— ০৮.০৩.২০২১ ঈসায়ী