ভোট এসেছে কোটপরা লোক ভিড় ধরেছে গাঁয়ে,
ভোট চলে যাক ঐ লোকেরা ঠেলবে দেখো বাঁয়ে ৷
কাদা-মাটির মানুষ আমরা, ভোট এলে হই  দামি,
চা, পান খেয়ে ভোট দিয়ে দিই, ওদের করি নামি ৷


মিষ্ট কথায় দৃষ্টি কাড়ে, ভোট করে দিই সুখে,
সময় মতো  এরাই পিষে, থুথু ছিটায়— মুখে ৷


ভোটের আগে সাধুর বেশে  ছুঁড়ে নীতির ফাঁকা বুলি,
স্বার্থ হাসিল হয়ে গেলে আমাদের ভাই বানায় কুলি ৷
আমরা ভোটার কুঠার আঘাত এ দেশে যাই নিত্য সয়ে,
সত্যকথা  সাহস নিয়ে যায় না বলা প্রাণের ভয়ে ৷


ভোট এসেছে শেষও হবে, ভোটার যরা  থাকবো দুখী!
কোটপরা লোক করবে আরাম, তারাই হবে মস্ত সুখী ৷


রচনাকাল— ০৯-১২-২০২১ খ্রিষ্টাব্দ ৷