আকা‌শি রং‌য়ের ঐ শাড়িটা‌তে
অপরুপা যেন লাগ‌ছে তা‌কে
মায়া ভরা তার ঐ দু'‌টি চোখ
‌গোলা‌পি রাঙা তার ঐ দু'‌টি ঠোঁট
হৃদয় মা‌ঝে যেন যায় ছু‌য়ে-
‌কে এই মে‌য়ে?


চুলগু‌লো এ‌লো‌মে‌লো বাতা‌সে ওড়ে
হৃদয়‌ ভ‌রে যায় তারই ঝ‌ড়ে
শ্যামলা বরন তার পাতলা গড়ন
মৃদু পা‌য়ে তার চলার ধরন
আমার এই মন সে নিল‌ো কে‌ড়ে-
‌‌কে এই মে‌য়ে?


ঝুম‌কো বা‌জে তার দু'‌টি কা‌নে
‌মি‌ষ্টি হা‌সি যেন ঠোঁটের কো‌নে
স্রষ্টা আপন হা‌তে গ‌ড়ে‌ছে তাই
অপরুপা সে তুলনা নাই-
ডাকেনা কেন কা‌ছে সোহাগ দি‌য়ে-
‌কে এই মে‌য়ে?