আমিতো ক‌বি নই-
ছন্দে জ‌ড়ি‌য়ে উপমা দি‌য়ে লিখব তোমার নাম,
দু‌ধে-আলতা‌ গায়ের বরণ মহামুল্যবান।
চুলগু‌লো যেন রেশ‌মি সু‌তো
‌চোখ দু'‌টো পটল চেরা,
নাকটা তোমার বাঁ‌শির ম‌তো
‌ঠোঁটটা কমলার কোয়া।


আ‌মি‌তো চিত্রকর নই-
রং তু‌লি দি‌য়ে ক্যানভাসটা‌তে আঁক‌বো তোমার মুখ,
লাল, নীল, কা‌লো,হ‌রেক রংএ সাজা‌বো তোমার রূপ।
‌মোনা‌লিসার মত বিখ্যাত হ‌া‌সি
আঁক‌বো ঠে‌াঁ‌টের কো‌ণে,
‌দেখ‌বে যে জন ভাস‌বে হেথায়
‌তোমার রু‌পের বা‌নে।


আ‌মি‌তো গায়ক নই-
সুর-তাল দি‌য়ে তোম‌াকে নি‌য়ে গাই‌ব কোন গান,
যে গান শু‌নে মুগ্ধ হ‌বে লক্ষ-কো‌টি প্রাণ।
তানপুরা‌তে তোমার না‌মে
সাধ‌বো নতুন সুর,
হারমো‌নিটাও বাজ‌বে সু‌রে
লাগ‌বে সুমধুর।


আ‌মি‌ যে প্রে‌মিক পুরুষ-
অন্তর থে‌কে ভালবাসা দি‌য়ে ভরবো তোমার মন,
চাও যতখা‌নি তারও বে‌শি দেব‌ প্রে‌মের আ‌লিঙ্গন।
আমা‌দের প্রেম ই‌তিহাস হ‌বে
‌যে‌দিন যাব মরে,
মরার প‌রেও ভাল‌বে‌সে যাব
হাজার বছর ধ‌রে।