শৈশবের স্মৃতি আলিঙ্গনে বারাবার ছুটেছে।
দাদা পরদাদা নিবাস বুকে;
আমার শৈশব কৈশোর স্মৃতির অম্লনে ভরা;
কুঠির নদীর ধারে ওই সজল গায়ে।
হয় সে ক্ষণিক ঘন্টা খানিক;
তবুও যে নিশ্বাস প্রশ্বাসে;
আমি পাই দ্বিতীয় মায়ের ঠাই।


ও-মা ফির আসিবার চাই তোর কোলে।
যাপিবার চাই আমরণ,
তোর ছোট্ট খিটখুটে ছ্যালা হয়ে;
রাখিবেনা তুই বল?শিক্ষা আর অর্থের দোয়ায়।ঠেলিবেনা দূরে বল আর কও?
পুলেকে তোর বিচ্ছেদ  সইনা;
যতই পাইগো মা কুড়ি আর সম্মানের থল।
আমি বাচিঁবার চাই তোর কোলে,
পরে খাইয়ে দু'বেলাতে শুটকি-পান্তার ঝোল।
আর চাই ;
তোর আচলের শুভ্র গন্ধের বায়ুতে বাচিঁবার এই পরাণ।