আকাশের ঐ ঈশান কোণে জ্বলজ্বলে এক দেখছি তারা রোজ
সেই তারাতে আমার প্রিয় বাবার ছবি করতে থাকি খোঁজ
কখনো বা অমাবস্যার হারিয়ে যাওয়া তারার মাঝে খুঁজি
যে তারাটির আমার দিকে চোখ সে তারাটি তোমার বুজি?


মা বলেছে তুমি নাকি জোছনা রাতে নীল আকাশের ধ্রুব তারা
তাই, রোজ আকাশে দেখতে তোমায় আমার এ মন করছে তাড়া।



তোমার কথা ভেবে ভেবে আমার চোখে ঘুম আসে না
জানো বাবা? তোমার মতো ভালো আমায় কেউ বাসে না।
তোমার মতো কেউ করে না এখন আমায়  স্নেহ আদর
শীতের সকাল জড়িয়ে দেয় না কেউ আমাকে গায়ের চাদর।


তোমার ছেলে এখনতো আর সেই ছেলেটি নেই, ডাকতে যাকে খোকা।
গ্রামের ছেলে সহজ সরল হাবা গোবা কিম্বা যাকে ভাবতো সবে বোকা?
সেই ছেলেটি তোমার আশীর্বাদে এখন দেশ ছাড়িয়ে বিশ্ব করে জয়
তবুও সে তোমার খোকা, তোমার মতো বাবা বলো ক‌‌জনারই হয়?


বইতে দাওনি কখনো বোঝা, নিজেই নিয়েছো অসম বোঝার ভার
কষ্ট কী জিনিষ বুঝতে দাওনি, একাই করেছো মহা সংকট পার।
কখনো ভাবোনি নিজেকে নিয়ে কিম্বা নিজের একটু খানি সুখ
শত কষ্টের মাঝেও দেখেছি তোমার সেই সদা হাসি খুশি মুখ ।