মনের অজান্তে দেখি এক উন্মুক্ত বাগান
পাশাপাশি ফুটে আছে দুইটি গোলাপ,
কী অপরূপ লাবণ্য, লজ্জায় মুখ হয় লাল
ক্ষমা করো দয়াময় প্রভু যদি হয় পাপ।


চেয়ে থাকি অপলক মুগ্ধ নয়ন আমার
একি ফুল ফোটালে  তুমি ওগো মালিনী,
জিজ্ঞাসিনু কী যেন নাম ছিলো তোমার
মৃত্তিকা, মালতী, শিলা নাকি শালিনী।


জেদ্দা/২৫ আগস্ট ২০১৪