এক যে ছিল ছোট্ট শিশু কচি কোমল প্রাণ,
রোজ সকালে নিতো মায়ের আঁচল পোতা ঘ্রাণ।
সূর্য উঠার আগে সেদিন ঘুম ভেঙে যায় তার,
অন্ধকারে  হাতড়ে দেখে নেই ঠিকানা মার ।


যে শিশুটি মার আঁচলে স্বপ্ন হাজার বুনে
সেই মায়েরই শাড়ির আঁচল রঞ্জিত আজ খুনে।
লুটিয়ে আছে নিথর দেহ বাবা এবং মায়ের ,
শুয়ার ঘরে লাশ পড়েছে ভাবি এবং ভায়ের ।


এসব কাণ্ড করলো কারা? ভেবে না পায় কুল,
যা দেখছে সত্যি নাকি? নাকি মনের ভুল।
ভুল নয় গো দেখলো যা সব মীর জাফরের কাজ
গুলি খেয়েই মরতে হবে শেখ রাসেলের আজ?


এমন সময় পেছন থেকে এক হায়েনা তেড়ে
ছোট শিশু শেখ রাসেলের প্রাণটা নিলো কেড়ে।
গুলির ঘায়ে ঝাঁঝরা হলো শেখ রাসেলের বুক
জাতির এমন লজ্জাতে আজ কোথায় লুকাই মুখ?