সকাল বিকেল দেখি আমি
ঘুরি দিন রাত,
ভাবি সারাক্ষণ তারেই
সেই মোর পূর্নিমার চাঁদ ।


যেই বালক উঠে না
সকাল দশটার আগে,
সেই এখন সকাল সকাল
মেয়েটির পেছনে ভাগে ।


মেয়েটি যখন পাঠশালায় যায়
মাঝে মাঝে পিছন ফিরে চায়,
বুঝাবো কি করে
সে কি আনন্দরে ভাই !!


পর্দা ফাঁকা করে যখন
তাকায় আড় চোখে,
কেন যেন এক সুখের হাসি
ফুটে উঠে মোর মুখে ।


এভাবেই কেটে যায় মোর
সকাল বিকেল রাত,
কবে যে পাবো তারে
রাখবো হাতে হাত ।