আষাঢ় এর শেষদিনে ছিলো অঝোরে বৃষ্টি
ছিলো মেঘের গর্জনে পাখিদের চেঁচাচেচি
ছিলো প্রেমিকার শোকে কবিতায় আহাজারি।


ঝাপসা জানালায় জমে ছিলো জল
যেমনটা জমে ছিলো অশ্রু নয়নতলি।
বাতাসে ছিলো ভ্যাপসা বিষাদ
চোখ ছিলো তন্দ্রায় ভারী।


সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বলেনি ঘরে,
হৈমবতী আসেনি ফিরে,
হয়নি যাওয়া মহাকাশের সীমানা পেরিয়ে।


সেদিন বিশাল আকাশে ছিলো নিঃসঙ্গ সন্ধ্যাতারা
ভাবনার শেষ সীমায় দীর্ঘ শ্বাসের প্রণয়।
মনের টানাপোড়েনে নিশ্চল দেহে,
বেজেছিলে বিদায় ঘণ্টা।