আবহমান কাল থেকে...
ভালোবাসা তোর জন্য,
আসবি পথ ভুলে এই চেনা পথে ।
জনাকীর্ণ নিস্তব্ধতা আর প্রতিক্ষার শোকগাথায়,
খোলসবন্দি আর কত?


যেখানে তোমায় যেমনটা রেখেছিলাম,
বহুদিন পর,
দিনের শেষে রাতের আগমনে,
কোন এক সন্ধাবেলায়,
খুঁজেছি তোমায় তেমন করে,
নিজের মধ্যে ।
তবে কি ছিলে মাঝের সময়টুকুই সযতনে?