আমি শূন্যতায় ফেলেছি আলো,
বৃত্তাকার সেই আলো, যায় মিলিয়ে বিশালতায় ।
অনুসরণ করে ঠিক খুঁজে নিবো,
পুণ্যতা ভাবছি যেখানটায় ।
তুমি বাড়ি যাও!! অন্ধকারের অস্থির ভ্রমণ আর নাইবা হলো ।
সমস্ত হৃদয় ভেংগে যখন বলতে শুনবো,
“অপেক্ষায় কেবল তোমারই” ।