🔥🔥সলতে🔥🔥


               অমিত


তোমার ঊষায় পুব গগনের
               সূর্য হতে পারলাম না,
আশার আলো জাগায় এমন
               রোদ্দুর হতে পারলাম না।
  


তবু তোমার জীবন জুড়ে
            সুখ-দুঃখে ভাসতে চাই,
সাধ্যমতো যেমন পারি
             তেমন ভালোবাসতে চাই।
  


তুমি যেথায় সন্ধ্যাবেলায়
           তুলসীতলায় জ্বালছো দীপ,
মনের সকল প্রার্থনাতে
             আঁধার রাতের অন্তরীপ।


প্রদীপশিখার আগুন হয়ে
           জ্বলতে তো আর পারলাম না,
চাঁদের রাতে জ্যোৎস্না হয়ে
            তোমায় ছুঁতে পারলাম না।


নাই বা হলাম মোমের আগুন
             কিংবা দিনের দিবাকর,
সলতে হয়েই বাঁচবো আমি
              বাঁচবো মোরা পরস্পর।


যখনই তুমি জ্বালবে প্রদীপ
             মনের সুখে-আনন্দে,
সলতে হয়ে জ্বলব আমি
              ফুরিয়ে যাব সানন্দে।


না হয় আমি সলতে হয়ে
         আঁকবো তোমার চোখের জ্যোতি,
পুড়বে আমার শরীরটা
         তাতে কি আর আছে ক্ষতি!


দেখবে তুমি সমাজটাকে
         আমার শরীর ভস্ম করে,
সৎকারেতে মুক্তি লেখা
          তোমার জানার অগোচরে।
          


মোমের সাথে আলিঙ্গনে
          ঘর বাঁধবো নিঝুম রাতে,
আলো তোমার থাকবে ওগো
          কলঙ্কটাই নিলাম হাতে।
          


যতবারই চাইবে আলো
          পুড়িয়ে নিও নতুন করে,
দেখবে তুমি চাঁদ উঠেছে
           ভোর হয়েছে তোমার ঘরে।


শ্মশানঘাটের ছাই-ভস্ম
       এঁকে গেল নতুন সময়,
নতুন আলোয় আলোকিত
        বেঁচে থাকার পরিচয়।
        


একটি শিখা জ্বললে পরে
            সৃষ্টি হয় নতুন প্রহর,
মোম-সলতে পুড়লো কত
            কেউ রাখেনি তার খবর!