তবু....ভালবাসি
✍ অমিত


চেনা চেনা চাহনি, অচেনা পলক
মাতাল শরীরে শুধু ঘুমের ঝলক।
রক্তের নীল ফোঁটা সাহসের ঝোঁকে
মরে যাব, তবু আমি ভালবাসি তোকে।
ধূলাভরা বিছানায়
নির্জনে-নিরালায়
যন্ত্রণা কাঁদে তাই
চোখে তবু ঘুম নাই।
ফ্যাকাশে  স্বপনে আঁকা
আজো তবু বেঁচে থাকা—
ভেসে যাওয়া জীবনের মুছে যাওয়া শোকে;
জেনে রাখ্, তবু আমি ভালবাসি তোকে।
শেষ থেকে পথচলা,
ভয়ে ভয়ে কথা বলা।
সাগর শুকিয়া যায়—
আঁখি তবু কথা কয়।
তোর অভিমানে ভরা
রাতের সে ধ্রুবতারা।
চাঁদের কালিমা আজ তোর কালো চোখে,
তবু এ মাতাল মন ভালবাসে তোকে।
তোর সে স্বপ্নরাশি
গর্বের মিছে হাসি।
ক্লান্ত পথে আমার
পরিচিত গল্পকার।
ভাষা শুধু ভুলে ভরা
তাও তোর মনগড়া
তোর মুখ ভেসে ওঠে ভুলের আলোকে—
ভুল তো করিনি আমি ভালবেসে তোকে।
ওষ্ঠের সাথে আজো অধরের কথা
নির্বিষ প্রান্তর—ভুলিয়েছে ব্যথা।
তোর কোলে মাথা রাখি জীবনের তরে
অসহ কাঁটার জ্বালা, ফুলের বাসরে।
তবু, তোরই তরে গান লিখি, তোরই তরে গাই
রক্তের শেষ ফোঁটা তোকে দিয়ে যাই।
ভালবাসা ঢেকে রাখি তোর পলকে
অবুঝ, তাই তো আমি ভালবাসি তোকে।