আমি প্রশান্ত আত্মসমর্পণকারী,
ইন শা আল্লহ্‌, চিরকাল রবে হৃদয়ে প্রশান্তি!
আমি ছিটেবেড়া ঘরের ধারণকারী,
চিরকাল রবে না আমাদের এই লগ্ন-ক্রান্তি!
আমি ব্যথায় হ‌ই না ব্যথিত,
আমি যন্ত্রনায় হ‌ই না কাতর!
নহি আমি সে যুবক যিনি ঘর্মে হন শুধু স্নাপিত,
আমি চির-প্রশান্ত, চির-সুবাস যেন আতর!
আমি নিরহঙ্কারের মিত্র, অহংকারীর দর্পহারী,
আমি চির-প্রশান্ত, আমি চির-আত্মসমর্পণকারী!


আমি সমুদ্রের বুকে আছড়ে পড়া ঢেউ,
আমি তোমাদের‌ই মতো ভাঙা হৃদয়ের কেউ!
আমি জ্যোৎস্নাস্নাত যামিনীর বুকে বুলাই প্রেমের পরশ,
আমি বর্ষাবারিতে দু'হাত বুলায়ে সঞ্চারি মনে হর‌ষ!
আমি বাতায়ন খুলে পুকুরের মাঝে বৃষ্টিফোঁটা দেখি,
আমি প্রকৃতির প্রভুর প্রেমাকুল, এ প্রেম তোমাদের মতো নয় মেকি!
আমি বোশেখ মাসের রৌদ্রসিক্ত শর,
যার বুকে বিঁধি তার বুকে তুলি ঝড়!
আমি যামিনীর চন্দ্রালোক, আমি ভোরের প্রভাতফেরী,
আমি চির-প্রশান্ত, আমি চির-আত্মসমর্পণকারী!


আমি শুকনো ঘুঁটে ন‌ই, আগুন-ধরা ছাই!
আমি শুধু মোর প্রভুর প্রেম চাই
সে প্রেম কোনো মানুষের নয়,
কখন‌ও এ হৃদয় তোমার‌ও হয়
যতক্ষণ প্রভুর কথা বলো!
মোর নয়ন যেন ছলোছলো
মম আঁখির পানে হেরিলে হবে তা দেখা
চোখেতে ভয়ের অথবা প্রশান্তির রেখা!
তাদেরি ভালোবাসি যারা প্রভুর পথে ডাকে নিরন্তর,
তাদেরি ভালোবাসি প্রভুর ভয়ে কাঁপে যাদের অন্তর!
ইন শা আল্লহ্‌, তবুও ভালোবাসব যদি খেতে হয় বেতের বারি,
আমি চির-প্রশান্ত, আমি চির-আত্মসমর্পণকারী!


আমি পূর্ণিমা রাতে চন্দ্রিকা,
আমি বিদ্রোহী-বাণী হোমশিখা!
আমি প্রেম-ক্রন্দন-ভালোবাসা, আমি শ্রদ্ধা-প্রীতি-স্নেহ
কিঞ্চনের মিত্র আমি, আমি অকিঞ্চনের ভাঙা গেহ!
আমি উল্লাস, আমি জীবনানন্দের হাসি,
আমি তাদের ভালোবাসি, যারা দিয়েছে দেশের তরে ফাঁসি!
আমি তন্ময়-তন্বীর‌ মুখে ফুটে ওঠা আনন্দের হাসি,
মানবতার তরে শালীনভাবে তাদের‌ও ভালোবাসি!
আমি বান্দা সেই খোদার, যিনি দারিদ্র্যতা মোচনকারী!
আমি চির-প্রশান্ত, আমি চির-আত্মসমর্পণকারী!


আমি কেহ ন‌হি শুধু বসন্তপাখির গান,
আমি গ্রীষ্মের দখিনা পবন, জুড়াব তব প্রাণ!
আমি দিশেহারা পথিকের অন্তিম আশা,
আমি বাত্বিলের দুশমন, হক্বের ভালোবাসা!
আমি জীবনানন্দের তরে লিখি যত লেখা!
ইন শা আল্লহ্‌, স্মৃতিপটে বিরাজিবে সুখস্মৃতিরেখা!
যখন তোমার মানসলোকে আঁধার ঘনিয়ে আসে,
আমারে ডাকিও, সেঁজুতি হয়ে প্রবেশিব এক পাশে!
জানো অথবা শীঘ্রই জেনে যাবে কে তব স্বপনচারী,
আমি চির-প্রশান্ত, আমি চির-আত্মসমর্পণকারী!


               ... সেখ আজমাইল
            ০৭/১১/২০২১, রাত্রি ১১:২০
                        করোনাকাল
            গলাতুন, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান