এসো এসো ত্বরা
             দিয়ে যাও ধরা
জমিনের বুকে জন্ম-লভা নব্য খালিদ বীর!
কর্তন করো মহা-শত্রুর পাপাক্ত ঐ শির!


দেখো, আজ বিশ্বজুড়ে ক্রোধের তির
        তোমারি মা-বোন-'পরে।
ছোট্ট ছোট্ট ভাইদের গালে নয়নের নীর
        প্রতি পলে পলে ঝরে॥


হে  সৈনিক অনাগত মাহদির,
হে আগামী দিনের বীর,
ধরার বুকে গড়তে সুখের নীড়
দাও কেটে দাও যত শত্রুর শির
হাতল ধরে সেই সে তরবারির!
তাদের সমূলোৎপাটিত করে
ফিলিস্তিনীদের গৃহ দেহ ফের গড়ে!


জুলফিকার না যদি পাও খুঁজে,
থেকো না বন্ধু নয়নদু'খানি  বুঁজে,
হে সাইফুল্লাহ্‌র উত্তরসূরী ওরে,
শের-এ-খোদা উপাধি ফের ল‌ও নামের পাশে গড়ে!
            নভেম্বর ৩, ২০২৩; ১৮:২৭; শুক্র; ৭১৩১৪৫