আর কতদিন জ্বালাবি তোরা দেশটা?
আর কত খুন পিয়ে মিটবে তোদের তেষ্টা?
মানুষের খুনের চেয়ে দাম বেশি আজ গোরুর মুত,
ধর্ম খেয়ে বলিস তোরা, মুসলিমদের সবেতেই খুঁত।


শাহিনবাগে মরছে যে মা তোদের অস্ত্রাঘাতে,
একদিন ঠিক মরবি তোরা তাঁর ছেলেদের হাতে।
তোদের মুখে মানায় নাকো মানবতার কথা,
রামের নামে মানুষ মেরে শুনাস শাস্ত্রের কথা!


কোন্ বেদ বল মানিস তোরা, কোন্ পুরাণে পাস খুঁজে,
মানুষ মেরে ধার্মিক হবি? হেরিস দুনিয়া চোখ বুঁজে!
'ধর্মের বেশে মোহ যারে এসে ধরে
অন্ধ সে জন, মারে আর শুধু মরে।'


    প্রেক্ষাপট : দিল্লির দাঙ্গা, ফেব্রুয়ারি