বিদেশে যদি নিষ্ঠুরভাবে স্বধর্মী যায় মারা,
তোমার দেখি যত কষ্ট, তা যেন তার স্বজনের চেয়েও বাড়া!


হিন্দু তুমি, বিতৃষ্ণ বিশাল, সাজো বিশ্বসেরা দুঃখী
যদি বাংলাদেশে হিন্দু মরে মুসলামানের হাতে!
আবার ধর্মপ্রাণ সেই তুমি সাজো বিশ্বসেরা সুখী
যদি আপন দেশে মুসলিম মরে গেরুয়ার আঘাতে!
তবে মানি না তোমায় ঝাড় যদি জ্ঞান নিরন্তর
মানবতার‌ হিতার্থে যদি না কাঁদে তব ঐ অন্তর!


মুসলিম তুমি, ভাবো বড় জ্ঞানী, বিশাল তাক‌ওয়াধারী, -
তুমি খুশি হ‌ও যদি অন্যায়ভাবে সন্ত্রাসানলে পোড়ে হিন্দুর বাড়ি,
মানি না তোমায়, হতে পার মোর সবচেয়ে কাছের স্বজাতি!
মানব তোমায় যদি তাওবাহ্‌ করে রবের পথে জ্বালাও ইমানবাতি!


নাস্তিক তুমি, বিশাল জ্ঞানী, ঠোঁট বিজ্ঞান বলে,-
কালের নিয়মে বিশ্বাস টলে বিজ্ঞান পাল্টালে!
প্রবৃত্তির তাড়নায় তুমি যাচ্ছেতাই বলো
স্বার্থসিদ্ধি হয়ে গেলেই নিজের সাথেই ছলো!
যদি আমার ধর্মে বলপূর্বক নাহি হান আঘাত,
তবে নিশ্চিন্তে কাটাতে পারো জীবনের দিন-রাত!
গণতন্ত্রের বেশে যদি চাও ইসলাম মুছে দিতে,
ইন শা আল্লহ্‌, বিবস্ত্র করে দেব তবে মৃত্যুসম শীতে!
                        ... সেখ আজমাইল
                        .... গলাতুন, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান
                        ... অক্টোবর ১৯, ২০২১
                        .... মঙ্গলবার, ভোর তিনটে দুই