সুখশূন্য হয়েছে আমার চিত্ত,
আমার কণ্ঠ রোধ করেছে দুঃখরাশি।
আমি জানি না কেন নিত্য
অস্বীকার করিছে শান্তিরাশি


আমার জীবনে থাকতে?
জীবন্ত থাকার অভিলাষ আজ নিঃশেষিত।
কিছু দুঃখহেতু আমি চাই না এ জীবন রাখতে,
যেন ছুরির মতন কেটেছে যত শান্তি যাহা অন্বেষিত।


জীবন যেন নরকের পথে ধাবিতপ্রায়,
নিঠুর বড়, আমি তাই ঘৃণিতপ্রায়।
একটু শান্তির আশায় লিখি কবিতা যত,
কী আনন্দ! জীবন কভু হবে নাকো শাশ্বত।


নিবন্তপ্রায় প্রাণপ্রদীপ কেহ যেন জ্বালিতেছে পুনঃ
আত্মশ্লাঘা আর কল্মষরাশি দূষিত, আমি যে নির্গুণ!


                  ... সেখ আজমাইল
                  গলাতুন, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান
                  ডিসেম্বর ২৬, ২০১৯; রাত্রি ১২:৫০


SELF-EFFACEMENT


There is no happiness
In the mind of mine.
And  my voice is choked by sadness.
And I Know not why doth peace decline


To stay in my life?
Desire of being alive is ceased.
Because of some sorrows, like knife,
Cutting my quietude, turmoil is increased.


My life gonna be hell,
Full of cruelty— disgusting!
To get a little peace, I am writing this poetry-tale.
Hurrah! Life can never be ever-lasting.


The quenching lamp of my life is inflamed.
My vainglory and sins are blamed.
  
          — Sk Azmaail
    — Galatun, Monteswar, Purba Bardhaman
         — 2019